Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দারিদ্রের শৃঙ্খল ভেঙ্গে আমরা প্রতিষ্ঠিত হবোই
বিস্তারিত
সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিটাক ও এটুআই-এর যৌথ উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার নারী-পুরুষদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কার্যক্রমের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় ছিল দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতকরনের লক্ষ্যে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১’ ও ‘জাতীয় যুব নীতিমালা ২০১৭’ এর আলোকে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর যৌথভাবে প্রশিক্ষনের মাধ্যমে চাকুরীর সুযোগ তৈরি করেছে বাংলাদেশ সরকার। প্রশিক্ষণে থাকা খাওয়া যাতায়াত খরচ দেওয়া হবে এবং ৮০০০টাকা বেতনে নিশ্চিত চাকুরী।তারই ধারাবাহিকতায় নিম্নে প্রশিক্ষন পছন্দের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে চাকুরীর ব্যবস্থা থাকছে।।
১। ট্রেডের নাম যাদের জন্য প্রযোজ্যঃ
(১) লাইট মেশিনারিজ-মহিলা ৩ মাস
(২) ইলেকট্রনিক্স- মহিলা ৩ মাস
(৩) ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স- মহিলা ৩ মাস
(৪) অটোক্যাড- মহিলা ৩ মাস
(৫) রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং- মহিলা ৩ মাস
(৬) হাউজ হোল্ড এ্যাপ্লায়েন্স- মহিলা ৩ মাস
(৭) কার্পেন্ট্রি- মহিলা ৩ মাস
(৮) প্লাষ্টিক প্রসেসিং (জেনারেল)- মহিলা ৩ মাস
(৯) প্লাষ্টিক প্রসেসিং (কাষ্টমাইজড্)- মহিলা ৩ মাস
(১০) ওয়েল্ডিং- পুরুষ ২ মাস
(১১) ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স- পুরুষ ২ মাস
(১২) রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং- পুরুষ ২ মাস
২। প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতাঃ
উপরোক্ত কোর্সসমূহ নূন্যতম ৮ম শ্রেণী পর্যন্ত যাদের লেখাপড়া আছে তাদের জন্য উপযোগী এবং বয়স ১৮ হতে ৩০ বছর। ক্ষেত্রবিশেষ মেধাবী অথচ লেখাপড়া করার জন্য সুযোগ পায়নি তাদেরকে ও শিক্ষাগত যোগ্যতা কম-বেশী হলে ও বিবেচনায় নেওয়া হবে।
৩। প্রশিক্ষণের সুযোগ-সুবিধাসমূহঃ
(>) প্রশিক্ষণ ফি, প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া ও যাতায়াত ভাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে।
(>) আবাসনের সম্পূর্ণ সুযোগ রয়েছে। আবাসনের ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক।
(>) প্রশিক্ষণ শেষে (শেষ সপ্তাহে জব ফেয়ারের মাধ্যমে) বিভিন্ন শিল্প করাখানায় চাকুরীর ব্যবস্থা করা হবে।
বি: দ্র: রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই প্রযোজনীয় কাগজপত্র যেমন- ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট ইত্যাদি সাথে আনতে হবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/02/2019
আর্কাইভ তারিখ
30/03/2019