১৫টি মৌজার সমন্বয়ে গঠিত অত্র ১১নং পাঁচগাছী। ইউনিয়নের মোট ভুমির পরিমান প্রায় ২৩১৫ হেক্টর। যাহা পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১১নং ক্রমে গননা করা হয়। অত্র উপজেলার উপজেলা পরিষদ থেকে ঠিক পূর্ব দিকে ১৩ কিঃ মিঃ দূরে অবস্থিত।অত্রইউনিয়নের উত্তরে মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমামদপুর ইউনিয়ন, দক্ষিণে সাদুল্যাপুর উপজেলার ০১ নং রসূলপুর ইউনিয়ন, উত্তর-পশ্চিমে ১০ নং শানেরহাট ইউনিয়ন, পূর্ব দিকে ১২ নং মিঠিপুর ইউনিয়ন অবস্থিত। অত্রউনিয়নের মধ্য দিয়ে বামনীর বিল, দক্ষিণ পাশ দিয়ে নলেয়ার বিল এবং উত্তর পাশ দিয়ে চাউয়ার বিল অবস্থিত। উক্ত বিলগুলি আর প্রানবন্ত নয়, তবে এই সব মরা বিলগুলি বন্যার মৌসুমেইউনিয়নকে প্রাণবন্ত করে তোলে। সংস্কার ও খননের অভাবে এখন নামে মাত্র বিলের তালিকায় রয়েছে। এই সমস্ত বিলে প্রায় ১৫০ হেক্টর পতিত জমি রয়েছে।
গুগল ম্যাপে দেখতে এখানে ক্লিক করুন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস