ইউনিয়নের অধিকাংশ রাস্তা-ঘাট কাঁচা। ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগের রাস্তাটি অর্ধেক কাঁচা ও অর্ধেক পাঁকা। এছাড়া অন্যান্য ইউনিয়ন গুলোর সাথে যোগাযোগের রাম্তাগুলোও অনূরুপ। তিনটি উপজেলার সীমানা সংলগ্ন পাঁচগাছী ইউনিয়নটি অবহেলার কারণে রাস্তা ঘাটের তেমন উন্নয়ন সাধন হয়নি। উপজেলার সংগে যোগাযোগের বাহনগুলো হল- রিক্সা, ভ্যান, অটো, বাই-সাইকেল, মটর সাইকেল ইত্যাদি।